খবর৭১ঃ
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুরে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনা ঘটে সোমবার সকালে শহরের সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজ সংলগ্ন মুন্সিপাড়া এলাকায়। মর্মান্তিক মৃত্যুবরণকারীরা হলেন মা তাহেরা খাতুন(৬০) ও তাঁর ছেলে সোহেল (৩০)।
এলাকাবাসী জানায়, সোমবার সকাল ৭টার দিকে ওই এলাকার মো. নেসারের স্ত্রী তাহেরা ভেজা কাপড় একটি তারে শুকাতে শুকাতে দিলে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাটি দেখতে পেয়ে তাঁকে বাঁচাতে ছেলে সোহেলও এগিয়ে যায়। কিন্তু তারে বিদ্যুৎ থাকায় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে
মা ও ছেলে মারা যান ।
আগের রাতে মূষলধারে বৃষ্টি হওয়ায় ওই তার বিদ্যুতায়িত হয় বলে এলাকাবাসীর ধারণা। সোহেল শহরের একটি গার্মেন্টস দোকানের কর্মচারি ছিল বলে জানা গেছে। এদিকে বিদ্যুৎস্পৃস্টে মা-ছেলের মৃত্যুর ঘটনার সংবাদ জানতে পেরে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে লাশ দুটির সুরতহাল রিপোর্টের পর আইনী প্রক্রিয়া শেষে মা ও ছেলের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান পাশা জানান এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাদের একনজর দেখতে আত্মীয় স্বজনসহ শহরের সর্বস্তরের মানুষজন মুন্সিপাড়ার বাড়িতে ভীড় জমিয়েছে। এসময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।