খনর৭১ঃ
বিশ্বকাপে ৬০৬ রান সঙ্গে ১১টি উইকেট নেন সাকিব। ৪০৬ রেটিং নিয়ে সবার ওপরে তিনি। দ্বিতীয় স্থানে থাকা বেন স্টোকসের রেটিং ৩১৬। এই তালিকায় মোহাম্মদ নবী ৩১০ রেটিং নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান অক্ষুন্ন রাখলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের মধ্যেই শনিবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে বোলার ও ব্যাটসম্যান হিসেবে শীর্ষে আছেন দুই ভারতীয় ক্রিকেটার যথাক্রমে জাসপ্রিত বুমরাহ ও বিরাট কোহলি।
এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নিয়েছে ইংল্যান্ড। নতুন র্যাঙ্কিংয়ে যথারীতি সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে আট নম্বরে থেকে ইতোমধ্যে দেশে ফিরেছে টাইগার বাহিনী।