খবর৭১ঃ সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। আজ রবিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) সলিসিটর জেসমিন আরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিমকোর্টের ১০৫ জন আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২০১৭ সালের ১২ জুন নিয়োগ পাওয়া ২৭ জন, ১৯ অক্টোবর নিয়োগ পাওয়া ২৫জন সহকারী অ্যাটর্নি জেনারেল স্বপদে বহাল থাকবেন। এর পরবর্তী পর্যায়ে নিয়োগ পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।