২৮ সোনার বারসহ শাহজালালে চীনা নাগরিক আটক

0
959
২৮ সোনার বারসহ শাহজালালে চীনা নাগরিক আটক

খবর৭১ঃ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮টি সোনার বারসহ এক চীনা নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

আটক চীনা নাগরিকের নাম জিয়ান জু। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় আসেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, জব্দ হওয়া ২৮টি সোনার বারের ওজন ৩ হাজার ২৫০ গ্রাম। দাম প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম বলেন, গোপন তথ্যের মাধ্যমে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন, এক যাত্রীর মাধ্যমে দুবাই থেকে ঢাকায় সোনার অবৈধ চালান আসছে। এ তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটের যাত্রীদের দিকে নজর রাখেন। একপর্যায়ে এক যাত্রীকে শনাক্ত করা হয়। তাঁকে নজরদারিতে রাখা হয়।

শহিদুল ইসলাম বলেন, চীনা যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর কাছে সোনা আছে কি না, জানতে চাওয়া হয়। তিনি অস্বীকার করেন। তাঁর দেহ তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি। পরে তাঁর লাগেজ স্ক্যান করে ধাতব বস্তু থাকার সংকেত পাওয়া যায়। লাগেজে থাকা তিনটি চার্জার লাইটের ব্যাটারির মধ্যে সোনার ২৮টি বার পাওয়া যায়।

শহিদুল ইসলাম জানান, আটক চীনা যাত্রীর বিরুদ্ধে মামলা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here