তুলসী গাছের যত উপকারীতা

0
1429

খবর৭১ঃ তুলসী গাছের উপকারিতার কথা আমরা সবাই জানি। অনেকে বাসায় শখ করে অনেক গাছ লাগান। তবে বাড়িতে রাখতে পারেন তুলসী গাছ। জ্বর-ঠাণ্ডা থেকে শুরু করে বিভিন্ন রোগ সারাতে তুলসী পাতা খুবই উপকারি।

আসুন জেনে নেই ঘরে কেন রাখবেন তুলসী গাছ-

১. জ্বর ও ঠাণ্ডা সারাতে তুলসী পাতা রস করে খেতে পারেন। এই পাতার রস খেলে ওষুধ খাওয়ার প্রয়োজন নেই।

২. বমি কিংবা মাথা ঘোরা বন্ধে তুলসী পাতার রস খেতে পারেন। তুলসী পাতার রসের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে মাথা ঘোরা ও বমি বন্ধ হবে।

৩. সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে রস পান করলে খাবার রুচি বাড়ে।

৪. শরীরের যেকোনো জায়গার ঘা দ্রুত কমাতে তুলসী পাতা ও ফিটকিরি একসঙ্গে পিষে ঘায়ের স্থানে লাগান।

৫. শরীরের কোথাও পুড়ে গেলে তুলসীর রস ও নারকেলের তেল মিশিয়ে লাগালে জ্বালাপোড়া কমে যাবে।

৬. পেট পীড়া হলে তুলসী পাতার রস খেলে ভালো হয়।

৭. ঠাণ্ডা লাগলে চায়ের সঙ্গে তুলসী পাতার রস খেলে উপকার পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here