খবর৭১ঃ রাজধানীর ওয়ারীতে হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ করা হয়েছিল। শনিবার সকালে নিহত শিশুটির ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এই তথ্য জানিয়েছেন।
এদিকে শনিবার সকালে শিশুটির বাবা আব্দুস সালাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারি থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তা প্রহরীসহ ছয়জনকে আটক করেছে।
শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হন সামিয়া আফরিন সায়মা। এর কয়েক ঘণ্টা পর ওয়ারীর একটি ভবনের ৯ তলার খালি ফ্লাটে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তার মুখে ও গলায় রক্তের দাগ ছিল।
শিশু সামিয়া রাজধানীর সিলভারডেল স্কুলের ছাত্রী ছিল। তার বাবার নাম আব্দুস সালাম।