শেরপুরে ছাত্রীনিবাস থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার: পরিবারের দাবী হত্যাকান্ড

0
596

শেরপুর থেকে আবু হানিফ:
শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাস থেকে আনুসকা আয়াত বন্ধন (১৪) নামে নবম শ্রেনীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে নিহতের স্বজনদের দাবী বন্ধনকে হত্যা করা হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বন্ধন শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা গ্রামের ওমান প্রবাসী আনোয়ার জাহিদ বাবুল মৃধার মেয়ে।

পুলিশ ও পরিবার জানায়, বন্ধন শহরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে থেকে নবম শ্রেনীতে পড়াশুনা করছিল। সকালে বন্ধনকে নিজ কে ওড়না পেচিয়ে ঝুলে থাকতে দেখে এক ছাত্রী চিৎকার দিলে স্কুল কর্তৃপ তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তবে এই ঘটনাটিকে আতœহত্যা বলে মানতে নারাজ পরিবার। তাদের দাবী কেউ হয়ত তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।
তবে এই ঘটনায় বিকেল নাগাদ পুলিশ বা চিকিৎসক কেউ ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজী হননি। মৌখিকভাবে তারা জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রশানের এমন নিরবতায় নানা প্রশ্নের উদ্রেক হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here