খবর৭১ঃ
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ আমিনুল গ্রুপের আমিনুল অটোমেটিক প্লাইউড এন্ড পার্টিকেল বোর্ডস মিলস্ (সেঞ্চুরি প্লাইউড এন্ড পিভিসি বোর্ড) এর ডেকোরেটিপ সেঞ্চুরি প্লাইউড’র ব্রান্ড নাম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মধ্য বাড্ডা এলাকার টাই কিং থাই চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বর্ণাঢ্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুৃদ গনি তাপস ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্লাইউড এসোসিয়েশনের সভাপতি মো.ফরহাদ হোসেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান আমিনুল অটোমেটিক প্লাইউড এন্ড পার্টিকেল বোর্ড মিলস্ এর চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল ইসলাম। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম জানান, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তার প্রতিষ্ঠান সর্বাধুনিক প্রযুক্তিতে উন্নতমানের বিভিন্ন প্লাইউড এবং পার্টিকেল বোর্ড উৎপাদন করে আসছে। এসব উৎপাদিত পণ্য সারাদেশে ক্রেতাদের মন জয়ের মাধ্যমে আস্থা অর্জন করেছে। তিনি বলেন প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে ভাল মানের পণ্যের পাশাপাশি প্রতিটি পণ্যের ব্রান্ড নাম অত্যন্ত জরুরী। এজন্য তার প্রতিষ্ঠানের পণ্য ব্রান্ড নামে যাতে বাজারজাতের মাধ্যমে পরিচিতি অর্জন করে,সে লক্ষ্যেই আজকের এ আয়োজন। তিনি বলেন তার প্রতিষ্ঠানের সকল ডিলার, সরবরাহকারী ও শুভাকাঙ্খিদের পরামর্শে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের নামকরণ করা হয়েছে সেঞ্চুরি প্লাইউড। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সেলস্ ম্যানেজার মো. জাহিদুল ইসলাম,সেলস্ অফিসার যথাক্রমে মো. গোলাপ হোসেন ও মো. মাহমুদ হাসান ছাড়াও ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা আমন্ত্রিত ব্যবসায়ী ও সুধিজনরা। প্লাইউড ও পার্টিকেল বোর্ডের ব্রান্ড নাম পরিচিতি শেষে অতিথিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল ইসলাম।