শৈলকুপায় জগন্নাথ দেবের রথযাত্রা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

0
555
শৈলকুপায় জগন্নাথ দেবের রথযাত্রা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
জগন্নাথ দেবের রথযাত্রা ও মঙ্গল শোভাযাত্রা

খবর৭১ঃ

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের ভক্তবৃন্দের আয়োজনে নগরপাড়া সার্বজনীন দূর্গা মন্দির থেকে শুরু হয় এ রথযাত্রা। বৃহস্পতিবার বিকেলে রথযাত্রা ও মঙ্গল শোভাযাত্রাটি শৈলকুপা শহর প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য সাজে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে উৎসবমুখর পরিবেশে এ যাত্রায় অংশ নেয় সনাতন ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ। রথযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে নগরপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে শৈলকুপা থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়। আগামী ১২ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here