এরশাদকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে

0
526

খবর৭১ঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে এ কথা জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এদিকে, বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় পার্টির বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফং করেন তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

এ সময় তিনি বলেন, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার অবস্থা নেই।

তবে উন্নতির আশা রয়েছে। এ সময় এরশাদের শারীরিক সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চান।
গত ২২ জুন বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে এরশাদ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিএমএইচে নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here