চিলিকে হারিয়ে দীর্ঘ ৪৪ বছর পর কোপার ফাইনালে পেরু

0
935

খবর৭১ঃ কোপা আমেরিকার সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পেরু। আগামী রবিবার রাতে রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে দলটি।

পোর্তো অ্যালেগ্রেতে বাংলাদেশ সময় বৃহম্পতিবার সকালে দ্বিতীয় সেমিফাইনালে পেরুর বিপক্ষে মাঠে নামে গত দুইবারের চ্যাম্পিয়ন চিলি। ম্যাচের শুরু থেকেই চিলির উপর আধিপত্য বিরাজ করে পেরু। ম্যাচের শেষ পর্যন্ত সেই আধিপত্য ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে পেরু।

ম্যাচের ২১ মিনিটে পেরুর এডিশন ফ্লোরেস গোল করে দলকে এগিয়ে দেন। ১ গোলে পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে চিলি। এই সুযোগে পাল্টা আক্রমণে ব্যবধান দিগুণ করেন ইয়োশিমার ইতোন। দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে পেরু।

বিরতির পর আর ম্যাচে ফিরতে পারেনি চিলি। গোল পরিশোধে মরিয়া চিলি বেশ কয়েকবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের নির্ধারিত ৪৫ মিনিট শেষ অতিরিক্ত সময়ে চিলির কফিনে শেষ পেরেক ঠুকে দেন পাওলো গুয়েরেরো। ফলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পেরু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here