রেলওয়ের নতুন মহাপরিচাক হলেন ডিজি শামছুজ্জামান

0
493

খবর৭১ঃ রেলওয়ের নতুন মহাপরিচালক হিসেবে মো. শামছুজ্জামানকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক পদে ছিলেন।

বুধবার রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন ডিজি শামছুজ্জামান জানান, সরকার যে দায়িত্ব তাকে দিয়েছেন, তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। দুর্নীতিকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেবেন না।

বর্তমান সরকারের আমলে রেলে ব্যাপক উন্নয়ন হয়েছে, চলমান রয়েছে আরও প্রায় অর্ধশত উন্নয়ন প্রকল্প। সব কয়টি প্রকল্প সমাপ্ত হলে রেলে আমূল পরিবর্তন আসবে।

উন্নয়নের সুফল যাত্রীরা পাচ্ছে, তৃণমূল পর্যায়ে আরও সেবা পৌঁছে দিতে তিনি কাজ করবেন।

রেলের আধুনিকায়ন ও সেবা বাড়ানোর দিকে যেমন নজর দেবেন, তেমনি যাত্রী নিরাপত্তাও নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, মো.শামছুজ্জামান ১৯৬২ সালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় জন্ম নেন। তিনি ১৯৮৩ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৫ সালে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ রেলওয়েতে যোগদান করেন।

তিনি বাংলাদেশ রেলওয়েতে বিভাগীয় কর্মকর্তা পদে দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কর্মকর্তা হিসেবে রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সদর দফতরে এবং অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here