রাঙ্গামাটির কাপ্তাই থেকে মা-মেয়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

0
548
রাঙ্গামাটির কাপ্তাই থেকে মা-মেয়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খবর৭১ঃ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এক নারী ও তার মেয়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ম্রা সই খই মারমা (৬০) ও তার মেয়ে মেসংনু মারমা (২৫)।

চন্দ্রঘোনা থানার ওসি মো. আশরাফ আহমেদ যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে দুর্গম গবাছড়ি এলাকায় মা-মেয়েকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি ওসি।

লাশ পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here