সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনে দলে মিশ্র প্রতিক্রিয়া

0
530

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ খবর৭১,

ঝিমিয়ে পড়া দলীয় কার্যক্রমকে সচল এবং তৃণমুলসহ সকল স্তরের নেতাকর্মিদের হতাশা কাটিয়ে মনোবল চাঙ্গা করতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএন,পির কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামি তিনমাসের মধ্যে জেলা বিএনপির অধিনে থানা,পৌরসহ সকল ইউনিট কমিটি গঠনের পর কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। সাতটি নির্দেশনা দিয়ে গত ২৮ জুন ৪০ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারকে আহবায়ক, এ্যডভোকেট এস এম ওবায়দুর রহমান যুগ্ম আহবায়ক ও মো. শাহীন আক্তার শাহীন সদস্য সচিব হয়েছেন। কমিটির অন্য ৯ যুগ্ম আহবায়ক ও ২৯ সদস্য হলেন যুগ্ম আহবায়ক- যথাক্রমে কাজী একরামুল হক,প্রভাষক মো. শওকত হায়াত শাহ,মো. মাসুদ রানা, মো. শফিকুল ইসলাম জনি, মো. শামসুল অালম,মো. গজনফর আলী মিন্টু, মো. কামরুজ্জামান মাস্টার,মো. জিয়াউল হক ও মো. দেলোয়ার হোসেন দিলু। সদস্যরা হলেন যথাক্রমে- মো. আমজাদ হোসেন সরকার, বেবী নাজনীন, বিলকিস ইসলাম স্বপ্না,ডা. মো. জহিরুল হক,মো. জোবায়দুল ইসলাম মিন্টু,মো. নজরুল ইসলাম (লালবাবু),মো. আব্দুল খালেক, হাবিবুল হক মিয়া,মো. মতিয়ার রহমান মনি,মো. ইকবাল হোসেন ভোলা,রওনক জাহান রিনু, মো. শেখ বাবলু,মো. রেজাউল করিম লোকমান, মো. আব্দুল মতিন সেন্টু,মো. মিজানুর রহমান মুকুল,মো. এরশাদ হোসেন পাপ্পু,রুপা বেগম,বিলকিস বানু,মো. আবিদ হোসেন লাড্ডান,মো. রুহুল ইসলাম, মো. মোস্তাকিনুর রহমান আবু,মো. জিল্লুর রহমান ডালিম,মো. কাজী মিজানুর রহমান,মো. জাহাঙ্গির আলম রাজা,মো. মাহবুবার রহমান বিনু,মো. দেলোয়ার হোসেন,মো. আব্দুল হাফিজ খান ও মো. তৌহিদুল ইসলাম।
পরদিন (২৯ জুন) সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সৈয়দপুর বিএনপির মেয়াদপুর্ণ হওয়ার প্রায় আড়াই বছর পর এ আহবায়ক কমিটি ঘোষণা করা হল। সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির কমিটি হয় ২০১৪ সালের ২৬ নভেম্বর।
এদিকে মেয়াদ পুর্ণ হওয়ার আড়াই বছর পর কেন্দ্রীয় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করায় স্থানীয় বিএনপির তৃনমুলের নেতাকর্মি ও সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
দলটির একপক্ষ গঠিত কমিটিকে অভিনন্দন জানালেও অপর পক্ষ সমালোচনা করেছেন। কমিটির পক্ষে অভিনন্দন জানানো নেতাকর্মিরা বলেছেন,দীর্ঘদিন ধরে হতাশ হওয়া দলের নেতাকর্মিরা এখন অফিসমুখি হতে শুরু করেছেন। বর্তমান কমিটি সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারবে। ওই কমিটি আগামি দিনের আন্দোলন সংগ্রামে জোড়ালো ভুমিকা পালন করবে বলে তারা মনে করেন। তবে বিএনপির অপর পক্ষ বলেছেন ভিন্ন কথা। তারা মনে করেন, বর্তমান আহবায়ক কমিটিতে অনেক ত্যাগী নেতাদের স্থান হয়নি। এবং যাদের স্থান হয়েছে, তাদের অনেকেই বিগত দিনের কোন কর্মসুচিতে দেখা যায়নি। ফলে বর্তমান আহবায়ক কমিটিতে কি দায়িত্ব পালন করবেন তা সময়ই বলে দিবে।
এদিকে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনে দলটির দুটি অংশ পক্ষে বিপক্ষে কথা বললেও বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের তৃণমুলের নেতাকর্মিদের মতে দ্বিধা দ্বন্দ ভুলে গিয়ে বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়ার মুক্তি ও গনতন্ত্র ফিরিয়ে দেয়ার আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন আন্দোলন সার্থক হয়না। এদিকে
কেন্দ্রীয় বিএনপি সৈয়দপুর জেলা বিএনপির আহবায়ক কমিটিকে তিন মাসের সময় দিয়ে বলেছে ওই সময়ের মধ্যে ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা,থানা,ও পৌর কমিটি কাউন্সিল বা সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন, গঠন হওয়া ওইসব কমিটি আহবায়ক,১ নং যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে অনুমোদন করতে হবে। এছাড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রতিটি সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক ( রংপুর বিভাগ) যথাক্রমে আসাদুল হাবিব দুলু, শামসুজ্জামান জামান ও সৈয়দ জাহাঙ্গীর আলমকে আমন্ত্রণ জানাতে হবে। উপজেলা, থানা ও পৌর কমিটি গঠণের পর নির্ধারিত সময়ের মধ্যে জেলা বিএনপির সম্মেলন করতে হবে। জেলা বিএনপির সম্মেলনের জন্য আহবায়ক কমিটির সকল কার্যক্রমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সার্বিক সহযোগিতা করবেন বলে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here