খবর৭১ঃ
কোনো নির্বাচনে শতভাগ ভোট পড়াকে অস্বাভাবিক মানলেও নির্বাচন কমিশনের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
রবিবার (৩০ জুন) রাজধানীর এক অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। সিইসি সকালে রাজধানীর লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
সিইসি কেএম হুদা বলেন, ভোটের পরপরই গেজেট আকারে ফল প্রকাশ হয়ে যায়। গেজেট প্রকাশের পর ইসির কিছু করার থাকে না। তাই খতিয়ে দেখার সুযোগ নাই। প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা যেহেতু এ বিষয়ে আগে কিছু জানাননি, তাই এখন ইসির কিছু করার নেই।
সম্প্রতি নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে একাদশ সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ৪১ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ২১৩টিতে শতভাগ ভোট পড়ে। ৯৯ শতাংশ ভোট পড়ে ১২৭টি কেন্দ্রে। অন্যদিকে, ১০ শতাংশের কম ভোট পড়ে ১১টি কেন্দ্রে।