খালেদা জিয়ার মুক্তি দাবিতে ‘প্যাকেজ কর্মসূচির’ সিদ্ধান্ত

0
416
ফাইল ফটো

খবর৭১ঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ‘প্যাকেজ আন্দোলন কর্মসূচি’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আজ শনিবার রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

বৈঠকের পর ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও কর্মসূচি দেওয়ার বিষয়ে কথা বলেন

এ সময় লন্ডন থেকে স্কাইপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে যুক্ত ছিলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সভায় অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য চলমান আন্দোলনকে আরও বেগবান করার জন্য এবং অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কবে নাগাদ আন্দোলনের কর্মসূচি আসবে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এ ব্যাপারে আমরা কাজ করছি। আগামী চার সপ্তাহের মধ্যেই এই কর্মসূচিগুলো আসবে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে নেয়ার বিষয়ে যে বক্তব্য রেখেছেন সে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, উনি এই ধরনের কথা প্রায়ই বলেন। এই ধরনের কথা আগেও বলেছেন। আমরা মনে করি যে, তাদের যে রাজনৈতিক দেউলিয়াপনা এসব তারই বহিঃপ্রকাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here