ঝিনাইদহে নারী ফেনসিডিল বিক্রেতা আটক

0
422
ঝিনাইদহে নারী ফেনসিডিল বিক্রেতা আটক

খবর ৭১ঃ

রাব্বুল ইসলাম, ঝিনাইদহঃ

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রাম থেকে গতরাত আনুমানিক ১২ টার সময় তমিজ উদ্দীনের বাড়ি থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ফাঁড়ির এ এস আই ইসমাইল হোসেন। এ বিষয়ে, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সলেমানপুর গ্রামের তমিজ উদদীনের বাড়িতে অবৈধ ফেনসিডিল আছে। বিষয়টি জানতে পেরে এ এস আই ইসমাইল হোসেন অাসামি তমিজউদদীনের বাড়িতে গিয়ে তার শোবার ঘরের খাটের নিচ থেকে প্লাস্টিক বেগের মধ্য থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সাথে তার স্ত্রী মনোয়ারা খাতুন (৫০) কে আটক করা হয়। এ বিষয়ে মনোয়ারা সহ তার স্বামী তমিজ উদ্দিনের নামে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here