কহিবির ৭১ঃ
শাহীন আফ্রিদির করা ইনিংসের পঞ্চম ওবারে পরপর দুই বলে দুই উইকেট হারিয়েছে আফগানরা। ওভারের চতুর্থ বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়েছেন অধিনায়ক গুলবদিন নাইব। ১২ বলে ১৫ রান করেছেন তিনি। পঞ্চম বলে লিডিং এজ হয়ে মিড-অফে ইমাদ ওয়াসিমের হাতে ধরা পড়েন হাশমতউল্লাহ শহীদি। এক বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।
১২তম ওভারে ইমাদ ওয়াসিমের বলে শর্ট কাভারে বাবর আজমের হাতে ক্যাচ হয়েছেন রহমত শাহ। ৪৩ বলে ৩৫ রান করেছেন তিনি। বিশ্বকাপে আজ লিডসে দিনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেটে ৭১ রান।
সেমিফাইনালে খেলতে হলে আজকের ম্যাচে জয় পাওয়াটা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। তবে, পাকিস্তান যদি আজ হেরে যায় তাহলে সেটি হবে বাংলাদেশের জন্য বড় অ্যাডভান্টেজ। দুই দলেরই এটি অষ্টম ম্যাচ।
সাত ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন ষষ্ঠ অবস্থানে আছে পাকিস্তান। আর সাত ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে আছে আফগানিস্তান। প্রথম ছয় ম্যাচে হেরেই বিদায় নিশ্চিত হয়ে যায় আফগানদের। তাই বাকি তিনটি ম্যাচ তাদের জন্য নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়।
আফগানিস্তান একাদশ: গুলবদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আসগার আফগান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), রশীদ খান, হামিদ হাসান, মুজিব উর রহমান।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদি, শাদব খান।