উম্ম আল কুএইনে উড়বে লাল সবুজের পতাকা

0
901
শারজাহ'য় উড়বে লাল সবুজের পতাকা

খবর ৭১ঃ

তিসা সেন, সংযুক্ত আরব আমিরাতসংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদিত বাংলাদেশ সমিতির শারজাহ শাখা কিছু দিন আগে নতুন ঠিকানা পায়। খুব শীঘ্রই নতুন ঠিকানা পাবে উম্ম আল কুএইনের বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। প্রবাসীদের নানান সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবে বলে জানিয়েছে এই প্রতিষ্টান। প্রতিটা দেশীয় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বাংলাদেশ কে তুলে ধরা ও জাতির পিতার আদর্শে চলে দেশ ও দশের কল্যাণ করা। জাতির পিতার সেই একটা ইচ্ছে যেন আজ সবার ইচ্ছে হয়ে দাঁড়িয়েছে। প্রবাসীদের সকল সুখ-দুঃখে পাশে থাকবেন বলে জানিয়েছেন সমিতি ও সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তারা। মান্যবর কনসাল জেনারেল ইকবাল হোসেন খাঁন দ্রুত সময়ে উম্ম আল কুএইনের নতুন কার্যালয়ে লাল সবুজের পতাকা উড়াতে পরামর্শ প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here