প্রাণের অস্তিত্ব ও মানবজাতির উদ্ভবের তথ্য জানতে এবার শনি গ্রহের সবচেয়ে বড় চাঁদ ‘টাইটান’-এ ড্রোন পাঠাবে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। সৌরজগতের মধ্যে একমাত্র এই উপগ্রহটির অবস্থা পৃথিবীর পূর্বাবস্থার মতো।
বিজ্ঞানীদের ধারণা, এই উপগ্রহকে ঘিরে বিস্তর গবেষণা করা সম্ভব হলে পৃথিবীতে কীভাবে প্রাণের সঞ্চার হয়েছিল এ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে।
শনির বৃহত্তম উপগ্রহ টাইটানে কোয়াডকপ্টার যান পাঠাতে চলেছে নাসা। টাইটানের বিভিন্ন অংশে ঘুরে নাসার এই যান একাধিক স্যাম্পেল সংগ্রহ এবং পরীক্ষা-নিরীক্ষা করবে। পৃথিবী ও টাইটানের প্রিবায়োটিক রাসায়নিক প্রক্রিয়ার সাদৃশ্য খুঁজে পেতে নাসার এই অভিযান। এই প্রথম সৌরজগতের কোনও অভিযানে ড্রোন-সদৃশ উড়তে সক্ষম যান পাঠাচ্ছে নাসা।
নাসার এই যানের নাম ড্রাগনফ্লাই। আটটি রোটর সহ এই যানের ওড়ার পদ্ধতি অনেকটাই ড্রোনের মতো। নাসা তাদের টুইটারে এই অভিযানের কথা ঘোষণা করে। টাইটান অভিযানের একটি কাল্পনিক ভিডিয়ো প্রকাশ করে নাসা জানায়, তাদের পরবর্তী গন্তব্য শনির বৃহত্তম উপগ্রহ। নাসার রোটরক্রাফ্ট ল্যান্ডার টাইটানের বিভিন্ন অংশে এক্সপ্লোর করবে।
বিজ্ঞানীদের ধারণা, টাইটানে পানি রয়েছে, তবে তা পৃথিবীর তুলনায় ২-৩ গুণ ঘন। রয়টার্স।