আড়াইহাজারে মামার সাথে অভিমান করে জমজ দুই বোনের আত্মহত্যা

0
492

খবর৭১ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমজ বোন কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে সকাল ৯টায় এরা কীটনাশক পান করে। নিহতরা হলেন, ১৮ বছর বয়সী মিতু ও মিলা। দুইজন উপজেলার উচিৎপুরা ইউনিয়নের সীতারামকান্দী এলাকার নাঈম মিয়ার মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ১৫ বছর আগে নিহত মিতু ও মিলার মা রহিমা খাতুন দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। এর পর বাবা নাঈমও দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকেই মিতু ও মিলা নানার বাড়ি সীতারাম কান্দিতে থাকত। পাশাপাশি মদনপুর এলাকায় একটি বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিল। শুনতে পেরেছি বৃহস্পতিবার রাতে এসে মামা মোস্তফা মিয়া দুই বোনকে শাসন করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে তারা দুই বোন এক সঙ্গে বিষপান করে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব হবে। নিহত পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here