খবর৭১ঃ শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে সেমির লড়াইয়ে লঙ্কানদের দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাশিম আমলা এবং ডু-প্লেসির ব্যাটে সহজ জয় পায় প্রোটিয়ারা।
শুক্রবার ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকান পেসার ডোয়েন পিটোরিয়াস এবং ক্রিস মরিসের গতির মুখে পড়ে ৪৯.৩ ওভারে ২০৩ রানে অলআউট হয় শ্রীলংকা।
টার্গেট তাড়া করতে নেমে হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিসেরঅনবদ্য ব্যাটিংয়ে৭৬ বল হাতে রেখে ৯ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
লংকানদের বিপক্ষে মামুলি স্কোর তাড়া করতে নেমে দলীয় ৩১ রানে লাসিথ মালিঙ্গার গতির শিকার হয়ে ফেরেন কুইন্টন ডি কক। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে সঙ্গে নিয়ে ১৭৫রানের অনবদ্য জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হাশিম আমলা।
দলের জয়ে১০৫বলে ৫টি চারেরসাহায্যে ৮০রান করেন আমলা। এছাড়া ১০৩ বলে ১০টি চার ওএক ছক্কায় ৯৬রান করেন ফাফ ডু প্লেসিস।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়েশ্রীলংকা। ডোয়েন পিটোরিয়াস-ক্রিস মরিসও কাগিসো রাবাদার গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় লংকানরা।
বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি দিমুথ করুনারত্নে, অভিষেক ফার্নান্দো, কুশল পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। দলীয় ২১.৫ ওভারে ১০০ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের বিদায়ের পর শেষ দিকে কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভাও থিসেরা পেরেরা দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি।
তবে জীবন মেন্ডিস ও ইসুর উদানের ছোট এবং কার্যকরী ইনিংসে শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২০৩ রান তুলতে সক্ষম হয় শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন পিটোরিয়াস ও ক্রিস মরিস।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ৪৯.৩ ওভারে ২০৩/১০ (কুশল পেরেরা ৩০, ফার্নান্দো ৩০, ডি সিলভা ২৪, কুশল মেন্ডিস ২৩, থিসেরা পেরেরা ২১, ইসুর উদান ১৭, জীবন মেন্ডিস ১৮; পিটোরিয়াস ৩/২৫, মরিস ৩/৪৬, রাবাদা ২/৩৬)।
দক্ষিণ আফ্রিকা:৩৭.২ ওভারে ২০৬/১(হাশিম আমলা ৮০*,ফাফ ডু প্লেসিস ৯৬*, কুইন্টন ডি কক ১৫)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৯উইকেটে জয়ী।