শেরপুরে ইয়াবা ও গাজাসহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলে আটক

0
898

শেরপুর থেকে আবু হানিফ :
শেরপুরে ৬শ পিস ইয়াবা ও ১৫ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ওই গ্রামের আহাম্মদ আলীর ছেলে সুলতান মিয়া ও তার ছেলে সোহেল মিয়া।
২৮জুন বিকেলে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার চরমোচারিয়া

ইউনিয়নের একটি বাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি বাড়ীতে অভিযান চালান একটি আভিযানিক দল। এসময় মাদক বিক্রির উদ্দ্যেশে মাদকদ্রব্য প্যাকেট জাত করা অবস্থায় ঘরের মাচার উপর থেকে ৬শ পিস ইয়াবা ও ১৫ কেজি গাজা উদ্ধার করা হয় এবং অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করে পুলিশ। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here