খবর৭১ঃ জিতলে সেমিফাইনালের স্বপ্ন টিকে থাকবে। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকান পেসারডোয়েন পিটোরিয়াস এবং ক্রিস মরিসের গতির মুখে পড়ে ৪৯.৩ ওভারে ২০৩ রানে অলআউট লংকানরা।
দক্ষিণ আফ্রিকানদের সেমি-ফাইনালে খেলার স্বপ্ন ভেঙেছে সেই কবে। তবে লঙ্কানরা ঝুলে আছে সেমির দৌড়ে। আজ জিতলে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে আসবে এশিয়ার দলটা। শেষ পর্যন্ত কি আছে লঙ্কানদের ভাগ্যে সেটাই দেখার বিষয়!
তার আগে বিশ্বকাপের স্বাগতিক দেশ, এবারের আসরের ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে খাঁদের কিনারে পাঠিয়ে দিয়েছে নড়বড়ে শ্রীলঙ্কা। আজও হয়তো তেমন কিছুই করতে চাইবে ’৯৬ বিশ্বকাপ জয়ীরা।
তবে জীবন মেন্ডিসও ইসুর উদানের ছোট এবং কার্যকরী ইনিংসে শেষ পর্যন্ত ৪৯.৩উইকেটে ২০৩ রান তুলতে সক্ষম হয় শ্রীলংকা।