আইসিইউ’তে ভর্তি এরশাদ

0
527

খবর ৭১ঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
কয়েকদিন ধরে জ্বর থাকায় দুর্বল বোধ করছিলেন এরশাদ, সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে নেয়া হয়। রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন এরশাদ। চলতি বছরের শুরুতেও তিনি শারীরিক অসুস্থতার কারণে সিএমএইচে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। ভোটের মাত্র ৩ দিন আগে ২৬ ডিসেম্বর দেশে ফিরলেও নির্বাচনী ক্যাম্পেইনে যোগ দেননি। ২০ জানুয়ারি ফের সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here