মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

0
382

মংহাইথুই মারমা, বান্দরবান প্রতিনিধি, খবর ৭১ঃ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস আজ বুধবার পালিত হয়েছে। উপজেলা প্রসাশন’র উদ্যোগে এ উপলক্ষ্যে সকালে ইউনিয়ন পরিষদ কার্যলয় থেকে বাজারে শোভাযাত্রা বের করা হয়।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথর্ীদের উপস্থিতে শোভাযাত্রাটি বাজারে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্বরের এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিবার্হী কর্মকর্তা জনাব,শামসুল আলম ও বিশেষ অতিথি শিক্ষা বিভাগের কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী,পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর ইউনিয়ন চেয়ারম্যানসহ রাজনীতিবিদ ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী রুখেঁ দাড়াঁতে হলে সামাজিক, রাজনৈতিক ও পরিবেশকে সুন্দর সমৃদ্ধিতে এগিয়ে নিতে হলে যুব সমাজ আরো সচেতনতার ভাবমূর্তি থাকা উচিত। এতে সুফল আসতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here