খবর ৭১ঃ বুকে ব্যথা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।
গত কয়েক মাস ধরেই মুম্বাইয়ে অবস্থান করছেন লারা। স্টার স্পোর্টসের স্টুডিওতে প্রথমে আইপিএল, এরপর বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার কাজ করছেন।
মঙ্গলবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় দ্রুতই তাকে মুম্বাইয়ের গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা জানান, লারার হার্টে সামান্য সমস্যা আছে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এখন সুস্থ আছেন লারা। তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।