খবর৭১ঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার হতাহতের ঘটনায় আজ সকালে সিলেটে যাচ্ছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
কুলাউড়ার উদ্দেশ্য রওয়ানা দিয়ে রেলমন্ত্রী বেলা সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন। সেখান থেকে দুর্ঘটনাস্থল বরমচালে যাবেন তিনি।
বিকালে কুলাউড়া স্টেশন থেকে ট্রেনযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন মন্ত্রী।