ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহর খেলা নিয়ে শঙ্কা

0
391

খবর ৭১ঃ ২রা জুলাই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হাতে সময় আছে এক সপ্তাহ। শিরোপার অন্যতম দাবিদার ভারত চাইবে ম্যাচটি সহজেই জিততে। আর সেমির আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে ম্যাচটি জেতার কোনো বিকল্প নেই। এমনকি বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে।

এই মহা গুরুত্বপুর্ন ম্যাচে মাহমুদুল্লাহ খেলবেন কিনা সেটা এখনো ধোঁয়াশা।

দলীয় সূত্রে জানা গেছে, ডান পায়ের কাফ মাসলের চোটে ভুগছেন মাহমুদউল্লাহ। এ কারণে এক সপ্তাহ থেকে ১০ দিনের বিশ্রামে থাকতে হতে পারে তাকে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ২ জুলাই বার্মিংহামে। হাতে সময় আছে এক সপ্তাহ। এর মধ্যে মাহমুদউল্লাহ সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কায় রয়েছেন সবাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here