খবর৭১ঃ নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী তিন বছরের মধ্যে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ক্ষমতা তুলে দেবেন পিকেআর পার্টির প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের হাতে। আসিয়ান সম্মেলনে যোগ দিতে গিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সিএনবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে শনিবার তিনি সে কথাই আবার জানান দিয়েছেন
মাহাথির মোহাম্মদ বলেন, আমার আগের প্রতিশ্রুতি মতে আমি ক্ষমতা থেকে সরে যাব এবং আনোয়ার ইবাহিমের কাছে ক্ষমা হস্তান্তর করব।
মাহাথির মোহাম্মদ বলেন, দেশের জন্য বৈদেশিক ঋণ রয়েছে তা আগামী তিন বছরে শতকরা ৮০ ভাগ থেকে ৫৪ ভাগে নেমে আসবে। তখন মালয়েশিয়া আরও সমৃদ্ধি লাভ করবে।
আপনার লক্ষ্য বাস্তবায়ন করতে তিন বছরের বেশি ক্ষমতায় থাকবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ড. মাহাথির বলেন, আমি তিন বছরের বেশি ক্ষমতায় থাকব না।
কাকে উত্তরসূরি বানাবেন এমন প্রশ্নে মালয়েশিয়ার অবিসংবাদী এই নেতা বলেন, ক্ষমতাসীন কিয়াদিলান রাকাইয়াত পার্টির সভাপতি আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করব।