এক শামুক আটকে দিল ২৬ ট্রেন

0
414

খবর৭১ঃ এক শামুক আটকে দিল ২৬টি ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে জাপানের ১২ হাজার যাত্রীকে।

রোববার দক্ষিণ জাপানের কিউশু রেলওয়ে কোম্পানি জানিয়েছে, ৩০ মে বিদ্যুৎ বন্ধ হওয়ায় ২৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

কয়েক সপ্তাহ পর এ ঘটনার জন্য দায়ীকে খুঁজে পায় কর্তৃপক্ষ। এ অপরাধী হচ্ছে ছোট্ট একটি শামুক। শামুকটি রেলওয়ে ট্র্যাকের কাছাকাছি অবস্থিত একটি বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছিল।

এর ফলে যন্ত্রটিতে শর্ট-সার্কিট হয় এবং রেলওয়ের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কিউশু রেলওয়ের এক মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম যান্ত্রিক ত্রুটি। কিন্তু শেষ পর্যন্ত বের হল মৃত শামুক। শর্ট-সার্কিটে শামুকটি পুড়ে মারা গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here