সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে

0
479
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

খবর৭১ঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলওয়ে স্টেশনের পাশে ইসলামাবাদ এলাকার বডড়ছড়া সেতু ভেঙে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি রোববার রাত পৌনে ১২টায় দুর্ঘটনায় পড়ে।

এ ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সোমবার রেল বিভাগের কর্মীরা দিনভর উদ্ধার ও মেরামত শেষে ওই ব্রিজ ও রেল লাইনটি ব্যবহারের উপযোগী করতে পারায় রাত ৮টার দিকে ওই রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

ট্রায়াল ট্রেন ওই পথ ও ব্রিজ দিয়ে চলাচল করার পর রাত সাড়ে ৮টার দিকে সিলেটের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।

এ বিষয়টি নিশ্চিত করেন রেলপথ বিভাগীয় প্রকৌশলী আহসান জাবিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here