শেরপুরের ৫ উপজেলায় দিনব্যাপী এসডিজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
406

শেরপুর থেকে আবু হানিফ :
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ঠ বাস্তবায়নে জনপ্রশাসনের দক্ষতাবৃদ্ধি করতে ২৪ জুন শেরপুরের পাঁচ উপজেলায় দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এবং প্রতিটি উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রতিটি উপজেলায় ৮টি গ্রুপে সরকারী-বেসরকারী দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ ৮০ জন করে অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও এসডিজি বাস্তবায়নে করণীয়, বাঁধা ও উত্তরনের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। উপজেলা নির্বাহী অফিসার ফিরুজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
শ্রীবরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ এইচ এম লোকমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহাম্মেদ, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
নকলা উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ এইচ এম লোকমান। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে ওই প্রশিন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম এহছানুল মামুন, উপজেলা চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।
নালিতাবাড়ী উপজেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক)জন কেনেডি জাম্বিল নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকসেদুর রহমান লেবু , উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান পৌর সভার মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ ।
ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, উপজেলা চেয়ারম্যান এসএম ওয়ারেজ নাইম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here