বৃষ্টির বাগড়া বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে

0
372

খবর ৭১ঃ বাংলাদেশ শিবিরে চিন্তার ভাঁজ। সেমিফাইনালে খেলতে হলে সব ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। কিন্তু আজকে আফগানিস্তানের সাথে ম্যাচের আগে বৃষ্টি চিন্তাটা আরও বাড়িয়ে দিয়েছে।

গতরাত থেকেই সাউদাম্পটনে বৃষ্টি। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এখন বৃষ্টি থেমেছে। তবে আকাশ এখনো মেঘলা। ম্যাচের টসের সময় ১০ মিনিট পিছিয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে আফগানরাও আত্মবিশ্বাসি। কারণ শেষ দুই ম্যাচের একটিতে জিতেছে তারা। এশিয়া কাপের একটি ম্যাচে বড় ব্যবধানে তারা মাশরাফিদের হারায়। এছাড়া সাত দেখায় তিন জয় তাদের নামের পাশে। সঙ্গে রোজ বোলের উইকেট তাদের বাড়তি প্রেরণা দিচ্ছে। বাংলাদেশ কোচও বলছেন, স্পিন কেবল তাদের সহায়তা করবে এমন নয়। বরং দেশের মতো উইকেট পেয়ে সাকিবরাও আত্মবিশ্বাসী। বিকেল নাগাদ আবার বৃষ্টি হলেও ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভবণা কম। তবে কার্টেল ওভারে খেলা হতে পারে। দ্বিতীয় ইনিংসে চাপে পড়া দলের জন্য যা চিন্তার।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হযরতউল্লাহ জাজাই, গুলবাদিন নাঈব, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর অফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, ইকরাম আলি খিল, আফতাব আলম, মুজিব উর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here