দ. আফ্রিকাকে বিদায় করে সেমির স্বপ্ন জিইয়ে রাখল পাকিস্তান

0
414

খবর৭১ঃ দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় করলো পাকিস্তান; সঙ্গে সেমিফাইনালে খেলার সুযোগও বাঁচিয়ে রাখলো দলটি। লর্ডসে টস জিতে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার সামনে ৩০৯ রানের বড় লক্ষ্য দাঁড় করায় পাকিস্তান। তার জবাবে প্রোটিয়ারা ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট ২৫৯ রান করে। এতে ৪৯ রানে জয় পেয়ে প্রোটিয়াদের বিদায় করে সেমির স্বপ্ন জিইয়ে রাখল সরফরাজ আহমেদের দল।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৫০ ওভারে ৩০৮/৭ (হারিস সোহেল ৮৯, বাবর আজম ৬৯, ফখর জামান ৪৪, ইমাম-উল-হক ৪৪, মোহাম্মদ হাফিজ ২০, ইমাদ ওয়াসিম ২৩; লুঙ্গি এনডিগি ৩/৬৪, ইমরান তাহির ২/৪১)।

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৫৯/৯ (ফাফ ডু প্লেসিস ৬৩, ডি কক ৪৩; শাদাব ৩/৫০, ওয়াহাব ৩/৪৬, আমির ২/৪৯)।

ফল: পাকিস্তান ৪৯ রানে জয়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here