খবর ৭১ঃ প্রযুক্তি দিন দিন আরও উন্নত হচ্ছে। উন্নত হচ্ছে আমাদের প্রযুক্তি ব্যবহার। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে মোবাইলের সিমের আকৃতি। চালু হচ্ছে ই-সিম। ই-সিম হচ্ছে ইলেকট্রনিক-সাবসক্রাইবার আইডেনটিটি মডিউল।
ই-সিমটি অন্য সাধারণ সিমের হেকে আকারে কমপক্ষে ১০ গুন ছোট। ই-সিম আলাদা ভাবে মোবাইলে ভরার কোনো দরকার নেই। এটি মোবাইল তৈরির সময় হার্ডওয়্যারের সাথে সংযুক্ত করা থাকবে। এবং এটি বাইরে বের করা যাবে না।
ই-সিম ফোনের হার্ডওয়্যারের একটি পার্ট। এটি এক্টিভ করতে হলে অপারেটর প্রোফাইল ডাউনলোড করতে হবে। আইফোনের অ্যাপেল স্মার্টওয়াচ কানেক্ট করতে হলে ব্লুথ ব্যবহার করতে হইতো। কিন্তু এখন আর সেটার দরকার হবে না। সরাসরি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে কানেক্ট করা যাবে।
ই-সিমের মাধ্যমে নানা ধরনের সুবিধা পাওয়া যাবে। আগে বিদেশে গেলে ট্যুরিস্ট সিম ব্যবহার করতে হইতো, কিন্তু এখন আর সেটার দরকার হবে না। আপনি বিশ্বের যেকোনো প্রান্তে গিয়ে ই-সিম ব্যবহার করতে পারবেন।