শতভাগ ফিট মোসাদ্দেক, খেলবেন আফগানিস্তানের বিপক্ষে

0
542

খবর ৭১ঃ বাংলাদেশ ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ইনজুরি থেকে সেরে উঠেছেন। আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্যও পুরোপুরি ফিট তিনি। টাইগার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু খবরটি নিশ্চিত করেন।

তিনি বলেন, মোসাদ্দেককে নিয়ে কোনো শঙ্কা নেই, সে এখন ১০০ ভাগ ফিট আছে। আফগানদের সঙ্গে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত সে।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি এ অলরাউন্ডার। তার বদলি হিসেবে দলে সুযোগ পান সাব্বির রহমান। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ক্যাচ হাতছাড়া ও রানআউট মিসের সঙ্গে ব্যাট হাতেও ব্যর্থ হন এ হার্ডহিটার।

ফলে ফিট থাকলে আফগানিস্তানের বিপক্ষে মোসাদ্দেকের খেলার সম্ভাবনা বেশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, ম্যাচে তার শূন্যতা অনুভব করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here