খবর৭১ঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে ৮৩ বলে শতরানের জুটি গড়েনতারা। আর এই জুটিতেই জোড়া ফিফটি তুলে নেন মুশফিক ও রিয়াদ। ওয়ানডে ক্রিকেটে মুশফিক করেন ৩৫তম ফিফটি। আর মাহমুদউল্লাহ করেন ২১তম ফিফটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮২ রানের পাহাড় ডিঙাতে নেমে তামিম ইকবালের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট সৌম্য সরকার। তামিম রান নেয়ার জন্য দৌড়ে উইকেটের মাঝখানে চলে আসেন। তার এমন দৌড় দেখে রানের জন্য চেষ্টা করেন সৌম্য। কিন্তু উইকেটের ঠিক মাঝখানে গিয়ে আবার ফেরত আসেন তামিম।
এতে যা হওয়ার তাই হলো। সৌম্য নিজের পজিশনে ফিরে যাওয়ার আগেই দুর্দান্ত এক থ্রোতে স্ট্যাম্প ভেঙে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৩৮২ রানের পাহাড় ডিঙাতে নেমে মাত্র ২৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে টাইগারদের।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে অসাধারণ ব্যাটিং করে ফিফটির পথেই ছিলেন সাকিব। মার্কু স্টইনিসের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে দেন সাকিব। তার আগে ৪১ বলে চারটি চারের সাহায্যে ৪১ রান করেন তিনি।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন সাকিব আল হাসান। আগের চার ম্যাচে দুই ফিফটির পর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে চলতি আসরে সর্বোচ্চ রান করে শীর্ষে উঠে যান বিশ্বসেরা এ অলরাউন্ডার।
ভালো শুরুর পরও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তামিম ইকবাল। ফিফটি তুলে নেয়ার পর মারমুখি ভঙিতে খেলে যাওয়া এ ওপেনার মিসেল স্টার্কের বলে ভুল শটে আউট হন। তার আগে ৭৪ বলে ৬টি চারের সাহায্যে ৬২ রান করেন তামিম।
আগের ম্যাচে ৬৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলে আশা জাগিয়ে ছিলেন লিটন দাস। কিন্তু ঠিক পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাহাড় ডিঙাতে নেমে হতাশ করলেন লিটন। অজিদের বিপক্ষে ১৭ বলে ২০ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তার বিদায়ে ২৯.২ ওভারে ১৭৫ রানে ৪ ব্যাটসম্যানের উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন মুশফিক-মাহমুদউল্লাহ।