রিক্সাভ্যান চুরি করতে গিয়ে চোর আটক, গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

0
456

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর, খবর৭১: সৈয়দপুরে ব্যাটারিচালিত রিক্সাভ্যান চুরি করতে গিয়ে গনপিটুনী খেয়েছে নাঈম (২১) নামে এক চোর। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের চাউল বাজারে এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুরের পার্শ্ববর্তি অালমপুর ইউনিয়নের চিকলী দোয়ালীপাড়া এলাকার ভ্যান চালক জাহিদুল (৪৫) চাউল নিতে ওই বাজারে আসেন। পরে তার রিক্সাভ্যানটি চাউল আড়তের সামনে রেখে আড়তের ভিতরে যান। এসময় মুহূর্তেই ওৎ পেতে থাকা শহরের ইসলামবাগ পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম ওরফে রবিনের পুত্র রিক্সাভ্যান চোর নাঈম ও একই এলাকার অপর চোর আতোয়ার (২৩) তাদের সাথে থাকা চাবি দিয়ে ব্যাটারিচালিত ওই রিক্সা ভ্যান নিয়ে পালিয়ে যেতে থাকে।

চুরির এ ঘটনাটি ওই রিক্সাভ্যানের মালিক জাহিদুল দেখে চিৎকার দিয়ে রিক্সাভ্যান নিয়ে পালিয়ে যাওয়া ওই চোরদের ধাওয়া করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় রিক্সা ভ্যানসহ নাঈম নামের ওই চোরকে আটক করলেও অপর চোর আতোয়ার পালিয়ে যায়। পরে বাজারের লোকজন ওই চোরকে গনপিটুনী দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here