১৬ দফা দাবিঃ বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

0
840

খবর ৭১ঃ ক্লাস পরীক্ষা বর্জন করে পঞ্চম দিনের মতো ১৬ দফা দাবিতে আন্দোলন করছেন বুয়েট শিক্ষার্থীরা। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বুধবার (১৯ জুন) সকালে সব ক্লাস পরীক্ষা বর্জন করে স্লোগানে স্লোগানে প্রতিবাদ শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা ভিসি কার্যালয় ঘেরাও করেন এবং প্রশাসনিক ভবনে তালা দেন। তাদের ১৬ দফা দাবির মধ্যে, প্রতিষ্ঠানের বদলিকৃত ছাত্র-পরিচালক অধ্যাপক সত্য প্রকাশ মজুমদারকে স্বপদে বহাল, গবেষণা বরাদ্দ বাড়ানো, বুয়েটের সাবেক শিক্ষার্থী সাবেকুর নাহার সনির নামে ছাত্রী হলের নামকরণ অন্যতম।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্র পরিচালক, সত্য প্রকাশ তাদের দাবির সঙ্গে একমত ছিলেন। এ কারণেই ঈদের ছুটির আগে তাকে বদলি করা হয়। ঈদের পর, শনিবার বুয়েট খোলার পর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আসছেন আন্দোলনরতরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here