মিজানুর রহমান মিলন,সৈয়দপুর থেকে
সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় রেল শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক, সৈয়দপুর রেলওয়ে কারখানা শাখার সাধারন সম্পাদক মো. মোখছেদুল মোমিন কিডনী সংক্রান্ত রোগে গুরুত্বর অসুস্থ্য হয়ে ঢাকার কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৭ জুন চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি হন তিনি। আজ বুধবার সন্ধ্যায় তার কিডনীর টিউমার অপসারণে জরুরীভাবে অস্ত্রোপচার করা হবে। তার পরিবারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। পারিবারিক সুত্র জানায়, তিনি কয়েকদিন আগে ভারতে চিকিৎসা শেষে সৈয়দপুরে ফেরেন। এরপর গত ১৬ জুন হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরদিন ১৭ জুন সকালে চিকিৎসকের পরামর্শ মতে ঢাকার কমফোর্ট হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি কিডনী রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ সালামের তত্বাবধানে রয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিনের কিডনীতে ধরা পড়া টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হবে।
তার অস্ত্রোপচারের সফলতা ও সুস্থ্যতা কামনা করে সকলের দোয়া চেয়েছেন স্ত্রী সন্তানসহ পরিবারের সকল সদস্য ও সৈয়দপুর উপজেলা ও এবং পৌর আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।