অনমের প্রথম ওয়েব সিরিজের জুটি ইয়াশ-সাফা

0
417

খবর৭১ঃ দেবী’ সিনেমার মধ্য দিয়ে বেশ পরিচিতি পান পরিচালক অনম বিশ্বাস। প্রথম সিনেমার সফলতার পর তার দ্বিতীয় সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার ভক্তরা। তবে নতুন সিনেমার খবর না দিলেও ওয়েব সিরিজ নির্মাণ করলেন তিনি। ঈদের শিগগিরই ওয়েব সিরিজটি প্রচার শুরু হবে বায়োস্কোপ স্ট্রিমিং অ্যাপে। ‘গন কেইস’ শিরোনামে ৭ পর্বের এই ওয়েব সিরিজে অভিনয় করেছেনসাফা কবির এবং নীল চরিত্রে ইয়াশ রোহান। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- নূরে আলম নয়ন, ইকবাল, আদনান অদীব খান, সাইফ ইমাম, ওহি, কৃতিকা,তাপু, অন্ত আজাদ, বাবলু।

‘গন কেইস’ ওয়েব সিরিজটির গল্প লিখেছেন- অনম বিশ্বাস, কায়েনাত আহমেদ, আদনান আদীব খান । চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস, মুহম্মদ আবু রাজীন, আদনান আদীব খান ও এম আর মুকুট।একটি মেয়ে ও একটি ছেলের ব্রেকআপ, ব্ল্যাকমেইল ও প্রতিশোধ নিয়ে মজার ওয়েব সিরিজ ‘গন কেইস’। জাবের পিউয়েরই ঘনিষ্ঠ বান্ধবীকে বিয়ে করা উপলক্ষ্যে কক্সবাজার বিচ ওয়েডিং পার্টি করবে জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়। পিউ সেটা দেখে ক্ষেপে গিয়ে জাবেরকে ফোন করলেও জাবের তার কথায় পাত্তা দেয় না। পিউ প্রচণ্ড রেগে গিয়ে জাবেরকে খুন করার জন্য বন্ধু ইমতিয়াজ ওরফে ভোমতিয়াজের মাধ্যমে একজন ভাড়াটে কিলারকে ঠিক করে। কিলার নীল এবং পিউ বাইকে করে কক্সবাজারের পথে রওনা দেয় । তাদের যাত্রাপথেই গল্প এগিয়ে যেতে থাকে এবং ঘটতে থাকে নানারকম অপ্রত্যাশিত ও চাঞ্চল্যকর ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here