ভালোবাসার টানে খুলনায় এলেন জার্মান নারী

0
433

খবর৭১ঃ ভালোবাসা মানে না কোনো বয়স। হাজার হাজার মাইলের দূরত্বও ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারে না। পরিবার পরিজন ছেড়ে মানুষ চলে যায় প্রিয় মানুষের কাছে। ঠিক এমনিভাবে ইউরোপের দেশ জার্মানি থেকে খুলনায় ছুটে এলেন অ্যাসটিট ক্রিস্টিয়াল কাসুমী সিউর (৪৩) নামের এক নারী।

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার যোগিপোলের বাসিন্দা আসাদ মোড়লের (৪০) সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয়। প্রায় দুই বছর ধরে কথা বলতে বলতে প্রেম। সেই প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসেন ক্রিস্টিয়াল। বাংলাদেশে আসার আগে ক্রিস্টিয়াল তার জার্মান স্বামীকে ডিভোর্স দিয়েছেন। খুলনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে আসাদ মোড়লকে বিয়ে করেছেন।

আসাদ মোড়লের সঙ্গে এ জার্মান নারীর বিয়ে হওয়ার কথা এলাকায় জানাজানি হলে সবার মাধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। জার্মান নারীকে দেখতে আসাদের বাড়িতে ভিড় করছেন গ্রামবাসী।

স্থানীয় সূত্র জানায়, মহানগরীর খানজাহান আলী থানার যোগিপোলের ৭নং ওয়ার্ডের ইব্রাহিম মোড়লের ছেলে এমডি আসাদ মোড়লের সঙ্গে দুই বছর আগে ফেসবুকে ক্রিস্টিয়ালের পরিচয় হয়। এরপর তাদের বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ক্রিস্টিয়াল প্রেমের সম্পর্ককে বাস্তবে রূপ দিতে জার্মান স্বামীকে ডির্ভোস দিয়ে ১০জুন ঢাকায় আসেন। ১১ জুন তিনি আসাদের খোঁজে খুলনায় আসেন এবং একটি হোটেলে ওঠেন। ওই হোটেলেই দুজনের প্রথমবারের মতো সরাসরি দেখা হয়। ১২ জুন ক্রিস্টিয়াল খুলনা নোটারি পাবলিকের মাধ্যমে খ্রিস্টান ধর্ম ত্যাগ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। ১৩ জুন কোর্টের মাধ্যমে তাদের বিয়ে হয়।

এ বিষয়ে ক্রিস্টিয়াল কাসুমী সিউর বলেন, বাংলাদেশি আসাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বাস্তবে রূপ দিতেই আমি এখানে চলে আসি। সরাসরি তাকে দেখে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করি এবং বিয়ে করেছি। এখন আমরা সুখী। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আসাদ মোড়ল বলেন, দুই বছর আগে ফেসবুকে ক্রিস্টিয়ালের সঙ্গে আমার পরিচয় হয়। এরপর বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার জীবনসঙ্গী হতে পেরে খুবই খুশি আমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here