সোহেল তাজের ভাগ্নেকে খুঁজতে জোর তৎপরতা চলছেঃ পুলিশ

0
459

খবর ৭১ঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভকে খুঁজে বের করতে পুলিশ কমিশনার কাজ করছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সকালে সচিবালয়ে সুরক্ষা সেবা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর ও সংস্থার মধ্যে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘সৌরভ যদি স্বেচ্ছায় কোথাও যায়, তবে ফিরে আসবেন। আর তা না হলে জিডি অনুযায়ী পুলিশ আইনি ব্যবস্থা নেবে’। যেহেতু পুলিশি প্রক্রিয়া শুরু হয়েছে, তাই তাকে দ্রুত ফিরে পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, গত ৯ জুন নগরীর প্রবর্তক মোড় আফমি প্লাজার সামনে থেকে নিখোঁজ হন সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভ। পরদিন সৌরভের বাবা ইদ্রিস হোসেন বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি জিডি করেছেন। জিডিতে তিনি সৌরভকে অপহরণ করা হয়েছে বলে উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here