শেরপুরে নকলা উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

0
371

আবু হানিফ, শেরপুর, খবর ৭১ঃ পঞ্চম উপজেলা নির্বাচনের শেষ ধাপে শেরপুরের নকলা উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে উপজেলার ৬৭টি ভোট কেন্দ্রের ৩৭৫টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের এই উপজেলায় ১লাখ ৫১হাজার ৫৩৫জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সকালে ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।

এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, ৬২০জন পুলিশ, ৫১জন র‌্যাব, ৫প্লাটুন বিজিবি ও ৮০৪জন আনসার সদস্য মোতায়ন করা হয়েছে। নির্বাচন কমিশন এই উপজেলায় ৬৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ২৭টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here