খবর৭১ঃ অ্যারন ফিঞ্চ ও রোহিত শর্মাকে ছাড়িয়ে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান।
সোমবারের আগে পাঁচ ম্যাচে ৩৪৩ রান নিয়ে এবারের বিশ্বকাপে রান সংগ্রহেশীর্ষে ছিলেন অস্টেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর তিন ম্যাচে ৩১৯ রান নিয়ে দ্বিতীয় পজিশনে ছিলেন রোহিত শর্মা।
সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে ফিঞ্চকে ছাড়িয়ে যেতে সাকিবের প্রয়োজন ছিল ৭৪ রান। এদিন একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে অ্যারন ফিঞ্চ ও রোহিত শর্মাকে ছাড়িয়ে যান সাকিব।
এর আগে গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ বলে ১২১ রান করেন সাকিব। সেদিন শতরানের মাইলফক স্পর্শ করার মধ্য দিয়ে শীর্ষে উঠে ছিলেন সাকিব।
সোমবারের আগে এবারের বিশ্বকাপে নিজের খেলা তিন ম্যাচে ৭৫, ৬৪ ও ১২১ রানের ইনিংস খেলেন সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে বিশ্বসেরার মুকুট ফিরে পান বাংলাদেশ দলের এই তারকা ক্রিকেটার।
সোমবার ইংল্যান্ডের টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রান করার মধ্য দিয়ে ছয় হাজারি ক্লাবের সদস্য হন সাকিব।