মংহাইথুই মারমা-বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান হয়ে থানচি মালবাহী পিকআফ গাড়ী রাস্তার যাওয়ার পথে খাদে পড়ে নিহত হয়েছে ২জন,আহত ৪ জন। আজ(১৭ই জুন) সোমবার আনুমানিক সাড়ে ৬টার দিকে ভরত পাড়া ভাঙ্গা রাস্তা নামক স্থানে পৌঁছালে গাড়ীর চাকা ফেঁটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনার স্থানে মারা যান ২জন। নিহতরা হলেন, ভরত পাড়া নিবাসী সন্তুষ চাকমা (৩৫) ও মুসলিম পাড়া নিবাসী আবুল কালাম (৩৮) । আহতরা হলেন, বলিপাড়া কাঁচামাল ব্যবসায়ী খালেক মাঝি ও গাড়ি চালকসহ আরো ২ জন। আহতদের ৩৮ ব্যাটালিয়ন বলিপাড়া জোনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় প্রশাসন।
ঘটনাটি সত্যতা নিশ্চিত করতে থানচি উপজেলার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জোবায়রুল ইসলামকে মুঠোফোনে যোগাযোগ করা হলেন তিনি জানান, ঘটনাস্থলে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।