খবর ৭১ঃ মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় আলোচিত সেই ওসি মোয়াজ্জেম হোসেনকে ফেনীর সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে হস্তান্তর করা হয়।
এর আগে রবিবার বিকালে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় তাকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সোনাগাজী থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন আহমেদ বলেন, ওসি মোয়াজ্জেমকে ফেনীর সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের একটি টিম সেখানে আছে। ডিএমপির সহযোগিতায় তাকে আদালতে নেওয়া হবে।
সোনাগাজীতে পুড়িয়ে হত্যা করা মাদরাসাছাত্রী নুসরাত জাহানের জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলার আসামি মোয়াজ্জেম হোসেন।
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন।