খবর৭১ঃবিশ্বকাপের উন্মাদনায় ভাসছে ক্রিকেটপ্রেমীরা। বাইশ গজের লড়াই ছড়িয়ে পড়েছে সর্বত্র। আর এসবের মাঝেই আইসিসির নিয়মিত হালনাগাদ হতে থাকা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।
আইসিসি দেখাচ্ছে, এই সপ্তাহে ৩৮ ম্যাচে ৩২২৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রেটিং হয়েছে ৮৫।
যাতে টাইগাররা ৮ নম্বরে নেমে গেছে। ওয়েস্ট ইন্ডিজের ৪১ ম্যাচে পয়েন্ট ৩৫২৯; রেটিং হয়েছে ৮৬। এই হিসাবের ফলেই বাংলাদেশকে টপকে ৭ নম্বরে চলে এসেছে উইন্ডিজ।
অন্যদিকে, ক্রিকেট বিষয়ক বিখ্যাত ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো দেখাচ্ছে, ৩৮ ম্যাচে ৩৪৫৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রেটিং ৯১। ফলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৭ নম্বরেই আছে। আর ওয়েস্ট ইন্ডিজ ৪২ ম্যাচে ৩২৯৪ পয়েন্ট পেয়েছে। ফলে তাদের রেটিং ৭৮।
এক্ষত্রে বলাই বাহুল্য, গত কিছুদিনে বাংলাদেশ তিনবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। ফলে বাংলাদেশের পিছিয়ে পড়ার কোনো কারণ নেই। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে। বিপরীতে বাংলাদেশ অনেক ওপরে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। ফলে বাংলাদেশের পয়েন্ট বাড়াই উচিত।