খবর৭১ঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় মা তাহেরা বেগমকে হত্যার অভিযোগে কালাম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে রাতে উপজেলার জুম্মার বাড়ী ইউনিয়নের উত্তর পগারের ভিটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
বিষয়টি সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জণ জানান,
অভিযুক্ত ছেলে কালাম শেখ মানসিক ভারসাম্যহীন। শনিবার রাত ৮টার
দিকে বিড়ি কেনার টাকা নিয়ে মা তাহেরা বেগমের সঙ্গে কালামের বাক-বিতন্ডা হয়।
মা টাকা দিতে অস্বীকৃতি জানালে হাতে থাকা ছুরি দিয়ে মাকে ছুরিকাঘাত করে কালাম। তাকে উদ্ধার করে পাশের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে
রাতেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে দুপুরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত কালাম শেখকে গ্রেপ্তার করা হয়েছে